মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

অশ্রুভেজা চোখে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাতল
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩, ০২:১৮ অপরাহ্ণ

প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন। মানিকগঞ্জে বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এ অবস্থায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সালাতুল ইসতিফার নামাজের আয়োজন করে জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ। এতে কয়েকশো মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন হযরত মাওলানা মো. মহিবুল্লাহ। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে অশ্রুভেজা চোখে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ