বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আমির হোসেন আমুর বক্তব্যকে গুরুত্ব দিতে চান না বিএনপি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:২৫ পূর্বাহ্ণ

সংকট সমাধান নিয়ে ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর বক্তব্যকে গুরুত্ব দিতে চান না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ জুন) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব একথা জানান। তিনি বলেন, আমি এই বিষয়টা গুরুত্ব দিতে চাই না। এ নিয়ে আমি কথাও বলতে চাই না।

পরে বিকালে এ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। উনি আওয়ামী লীগের অফিশিয়াল স্পোকস ম্যান কিনা এটা আমি জানি না। আমরা উনার বক্তব্যকে গুরুত্ব দেবো কেনো?

গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলীয় জোটের এক সমাবেশে জোটের সমন্বয়ক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই। প্রয়োজনে অতীতের মতো জাতিসংঘের প্রতিনিধি দলের মধ্যস্থতায়ও সেই আলোচনা হতে পারে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ