আ.লীগের কাছে ৭ বিষয়ে জানতে চেয়ে পুলিশের চিঠি
|
আগামী ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়েছে দলটি। এর প্রেক্ষিতে আওয়ামী লীগের কাছে বিকল্প আরও দুটি স্থানের নামসহ সাতটি বিষয়ে তথ্য চেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পদক রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার আমার বাসায় পুলিশ একটি চিঠি পাঠিয়েছ। তাতে এসব বিষয় জানতে চাওয়া হয়েছে।’ রিয়াজ আরও বলেন, ‘আমরা আরও দুটি ভেন্যুর নাম কোথায় দেবো, তা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আজকেই তাদের (পুলিশ) চিঠির জবাব দেওয়া হবে।’ এর আগে গত ২০ অক্টোবর সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন সংগঠনের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। সমাবেশের অনুমতির আবেদনের জবাবে পাল্টা চিঠি দেয় পুলিশ। চিঠিতে যেসব তথ্য চেয়েছে পুলিশ:
|