রবিবার ২৩ মার্চ ২০২৫ ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগের কাছে ৭ বিষয়ে জানতে চেয়ে পুলিশের চিঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩, ১২:১৮ অপরাহ্ণ

আগামী ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়েছে দলটি। এর প্রেক্ষিতে আওয়ামী লীগের কাছে বিকল্প আরও দুটি স্থানের নামসহ সাতটি বিষয়ে তথ্য চেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পদক রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার আমার বাসায় পুলিশ একটি চিঠি পাঠিয়েছ। তাতে এসব বিষয় জানতে চাওয়া হয়েছে।’

রিয়াজ আরও বলেন, ‘আমরা আরও দুটি ভেন্যুর নাম কোথায় দেবো, তা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আজকেই তাদের (পুলিশ) চিঠির জবাব দেওয়া হবে।’

এর আগে গত ২০ অক্টোবর সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন সংগঠনের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। সমাবেশের অনুমতির আবেদনের জবাবে পাল্টা চিঠি দেয় পুলিশ।

চিঠিতে যেসব তথ্য চেয়েছে পুলিশ:
১. সমাবেশে লোকসমাগম কখন শুরু হবে এবং সমাবেশ কখন শেষ হবে?
২. সমাবেশে কী পরিমাণ লোকসমাগম হবে?
৩. সমাবেশটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে থেকে কোন কোন স্থান পর্যন্ত বিস্তৃত হবে?
৪. সমাবেশে বক্তব্য প্রচারের জন্য কোন কোন স্থানে মাইক স্থাপন করা হবে?
৫. সমাবেশে অন্য কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করবেন কি না?
৬. সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে কি না? হলে তার সংখ্যা কত?
৭. জননিরাপত্তাজনিত কারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প দুটি ভেন্যুর নাম প্রস্তাব করুন।

 







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ