বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ২১ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ইমরানুরের পর সেমি থেকে বিদায় জহিরেরও
প্রকাশ: শনিবার, ১৫ জুলাই ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ণ

থাইল্যান্ডের ব্যাংককে চলতি ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকে বিদায় হয়ে গেলো বাংলাদেশের জহির রায়হানেরও।

আজ (শনিবার) সকালে অনুষ্ঠিত হিটে জহির রায়হান ২১.৬৭ সেকেন্ড সময় নিয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু বিকেলেই বিদায় নিতে হলো এই অ্যাথলেটকে।

জহির সেমিফাইনালে দৌড় শেষ করেছেন ২১.৬৯ সেকেন্ড সময় নিয়ে। এক নম্বর হিটে ৮ জনের মধ্যে সপ্তম হয়ে বিদায় নিয়েছেন তিনি।

৫ জন অ্যাথলেট এবারে চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। এর মধ্যে ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ফাইনালের কাছাকাছি গিয়েও পারেননি।

প্রথম বাংলাদেশি অ্যাথলেট হিসেবে ১০০ মিটারের সেমিফাইনালে উঠেছিলেন নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করে। তবে দুর্ভাগ্য তার, সেমিফাইনাল ভালোভাবে শুরু করলেও শেষটা ভালো করতে পারেননি। এবার সেমি থেকে বিদায় হয়ে গেলো জহিরেরও।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ