ইসলামি সংগীত প্রতিযোগিতা টিউন ট্যালেন্ট অনুষ্ঠিত
|
পাওয়ার্ড বাই মুসান্নিফ গ্রুপ সিজন–২’ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে রাজধানীর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মো. মাহদিউল আলমের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক ছিলেন মশিউর রহমান, গাজী আনাস রওশান, আব্দুল্লাহ আল হাদী, মাহফুজ হুযাইফা এবং আবু উবায়দা। অতিথি ছিলেন বঙ্গভবন জামে মসজিদের খতিব সাইফুল কবির, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, কর্নেল (অব.) কাজী শরিফ উদ্দিন, পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের সেক্রেটারি মুফতি মহিউদ্দীন, আমাদের আলোকিত সমাজের সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম, নিউ ভিশন গ্রুপের চেয়ারম্যান নাজমুস ছায়াদাত, মুসান্নিফ গ্রুপের ডিরেক্টর আরিফ বিল্লাহ আল মামুন এবং শামসুল আরিফিন। এছাড়াও অনেক আলেম-ওলামা উপস্থিত ছিলেন। মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মো. মাহদিউল আলম বলেন, ‘অপসংস্কৃতি রুখতে আমাদের ইসলামি সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে হবে। ইসলামি সংস্কৃতিচর্চা আমাদের ইসলামি আদর্শে জীবন গড়তে সহযোগিতা করবে।’ তিনি বলেন, ‘আজ যারা প্রতিযোগিতায় এসেছেন, যারা বিজয়ী হবেন তাদের প্রতি শুভেচ্ছা। যারা বিদায় নেবেন, তাদের প্রতিও শুভকামনা। তবে সবার প্রতি অনুরোধ, এ অঙ্গন ছাড়বেন না। আমি আশা করি, আপনারা ভবিষ্যতে আমাদের অনেক নাশিদ উপহার দেবেন।’ উপস্থিত তরুণদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করুন। ইসলামি আদর্শে জীবন গড়ে তুলুন। আলোকিত মানুষ, বিশেষ করে আলেমদের সংস্পর্শে আসুন। নিজেকে আলোকিত করুন। ইসলামি জ্ঞান, সামাজিক জ্ঞান, এর বাইরেও পারিপার্শ্বিক জ্ঞান অর্জন করুন। নৈতিকতা ও সততাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন।’ ইসলামি সংগীত প্রতিযোগিতাটি রবিবার বিকেল ৪টায় দীপ্ত টেলিভিশনে প্রচার করা হয়। |