বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ মহাসড়কে মোটরসাইকেল চালাতে পারবেন
প্রকাশ: রবিবার, ০৯ এপ্রিল ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ণ

ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ জাতীয় মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (৯ এপ্রিল) বিআরটিএ সদর দপ্তরে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রস্তুতি সভা শেষে এ তথ্য জানান তিনি।

ভিআইপিদের নিয়ম না মেনে উল্টোপথে চলার সমালোচনা করেন তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে পদক্ষেপ নিয়ে উদাহরণ তৈরি করতে হবে। এছাড়াও মোটরসাইকেলে চড়ে রাস্তায় ক্ষমতাসীন দলের নেতারা ক্ষমতা দেখালেও পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন মন্ত্রী।

ঢাকা শহরে মোটরসাইকেলে হেলমেট পরিধানে আমূল পরিবর্তন হয়েছে জানিয়ে কাদের বলেন, সবার সম্মলিত উদ্যোগের কারণেই এখন ঢাকা শহরে সবাই হেমলেট পরিধান করেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চললেও পদ্মা সেতুতে নিষেধাজ্ঞা থাকবে।

Please follow and like us:







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ