ঈদ উদযাপন করে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ
|
পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বাস, লঞ্চ ও ট্রেনে চড়ে সবাই ফিরছেন। টানা সরকারি ছুটির পর রবিবার প্রথম কর্মদিবসে মানুষ বেশি আসছে। রবিবার (২ জুলাই) সকালে কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ ফেরত যাত্রী নিয়ে আসছে ট্রেন। যাত্রীরা বলছেন, পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পেরে খুশি। যাওয়ার মতো আসার পথে ট্রেনের সিডিউল বিপর্যয় তেমন নেই। ঈদ যারা ঢাকায় করেছেন, তাদের অনেকে ট্রেনে চড়ে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। পথের ভোগান্তি এড়াতে ঈদ পরবর্তী সময় ট্রেন চড়ে বেড়াতে যাচ্ছেন। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ রবিবার (২ জুলাই) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। একইসঙ্গে ২০২৩-২০২৪ এর নতুন অর্থবছরের লেনদেন শুরু হচ্ছে। গত ২৯ জুন দেশে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করে সরকার। ফলে ঈদের ছুটি ছিল ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন। ১ জুলাই (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে এবার ঈদের ছুটি মিলে পাঁচ দিন। |