শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নব -নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক মোঃ তারেক আজিজ:বৃহস্পতিবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, হাজীগঞ্জ উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটিরঅভিষেক অনুষ্ঠান।এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ কামাল হোসেন।এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপস শীল,হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক তফাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃআবু সাঈদ চৌধুরী ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জনাব রাশেদা আতিক রোজী। এছাড়াও হাজীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির সকল শিক্ষকবৃন্দ।এ সময় নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রধান বক্তা মোঃআবুল কাসেম। এ সময় তিনি শিক্ষকদের কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার কল্যাণে কাজ করার আহবান জানান এবং তিনি বলেন এ যাবত কালে প্রাথমিক শিক্ষকদের যত অধিকার আদায় হয়েছে সব সম্ভব হয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জোড়ালো ভূমিকার কারনে।

নব-নির্বাচিত কমিটির সদস্যরা হলেন:সভাপতি-তুহিন হায়দার,সাধারণ সম্পাদক মোঃকামাল হোসেন চৌধুরী অন্যান্য পদে নির্বাচিতরা হলেন নির্বাহী সভাপতি রাশেদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি-জামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি রাবেয়া আক্তার, সহ সভাপতি একরাম হোসেন, মোস্তফা কামাল ও শামসুদ্দিন, সহ সভাপতি (মহিলা) ফারজানা আমিন ও শাহিনুর বেগম, নির্বাহী সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম আরমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল্লাহ ও মঞ্জুর মাওলা, যুগ্ম সম্পাদক মহিলা কোহিনুর আক্তার, সহ-সম্পাদক(পুরুষ) শরিফুল আলম ও মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ আবদুল আউয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক-মো. সাখাওয়াত হোসেন।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ