এলপিজির দাম নিয়ে সিদ্ধান্ত আজ
|
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য (মার্চ মাসের জন্য) ঘোষণা করা হবে আজ। এ ঘোষণা থেকেই জানা যাবে মার্চ মাসে এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে। রোববার (৩ মার্চ) বিকেল ৩টায় নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আমদানি করা এই প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণের কাজ করে থাকে সরকারের এই সংস্থাটি। এর আগে, গত মাসে (ফেব্রুয়ারি) ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৩৩ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৭৬ পয়সা। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই এই দাম কার্যকর হয়। নতুন করে এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে- সেটি বিইআরসির আজকের ঘোষণা থেকেই জানা যাবে।
|