সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪২ অপরাহ্ণ

সাম্পতিক সময়ে ক্রিকেটের বাইরেও অনেক কিছু নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন সাকিব আল হাসান। এত কিছুর পরও নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। চট্টগ্রামে তার ফিটনেস দেখে মুগ্ধ বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস।

পারিবারিক কাজে চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রধান কোচের সব দায়িত্ব পালন করবেন পোথাস। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সাকিবের ফিটনেস নিয়ে মুগ্ধতা ঝরলো তার কণ্ঠে, ‘সাকিবকে দেখে মনে হচ্ছে ওজন কমিয়েছে। বিপিএলে ভালো খেলেছে, ডিপিএলে দারুণ শুরু করেছে। সে হাসিখুশি আছে এবং এমন সাকিবকেই আপনি দেখতে চাইবেন।’

প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব। তার ফেরা বাংলাদেশ দলকে আরও ভারসাম্যপূর্ণ ও উজ্জীবিত করবে পুরো দলকে। এমনটাই মনে করছেন সহকারী এই কোচ ‘সাকিবকে স্কোয়াডে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাকে ড্রেসিংরুমে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। তার অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। দলকে নিংড়ে দেয়, ছেলেরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তাই তাকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি।’

লম্বা বিরতির পর টেস্টে ক্রিকেট সাকিব ফিরেছেন। অনেক দিন পর সাদা পোশাকে খেলতে গিয়ে কাউকে কাউকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। পোথাস মনে করেন এখানে সাকিবের কোনও সমস্যাই হবে না, ‘সাকিব দলকে শান্ত রাখে। সে একজন বিশ্বমানের ক্রিকেটার। এত বছর ধরে সে একজন পেশাদার ক্রিকেটার। তার জানা আছে, সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনে মানিয়ে নেবে। এ কারণেই সে বিশ্বসেরা।’







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ