রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কানে সাদা গাউনে মোহময়ী উর্বশী
প্রকাশ: শুক্রবার, ১৯ মে ২০২৩, ০৭:০৫ অপরাহ্ণ

দ্বিতীয় দিনেও কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে নজর কাড়লেন বলিউড সুন্দরীরা। সারা আলি খানের সাদা কালো থিমের সাজ নজর কেড়েছিল আগেই। আর বেলা গড়াতেই প্রকাশ্যে এলো কানে প্রথমবার পা রাখা আরও দুই কন্যার দ্বিতীয় দিনের সাজ। মানুসী চিল্লার ও উর্বশী রাউতেলা। দুজনেই এদিন বেছেছিলেন পশ্চিমী পোশাক।

কানের প্রথম দিনে নজর কেড়েছিল উর্বশীর সরীসৃপ আকারের নেকলেস। আর কানের দ্বিতীয় দিনের জন্য উর্বশী রাউতেলা বেছে নিলেন সাদা হল্টারনেক গাউন। তার গাউনে ছিল বিভিন্ন রঙের বিটসের কাজ। নেটের অনেক লেয়ারের দুর্দান্ত দেখিয়েছিল তাকে। মাঝখানে সিঁথি করে বান বেঁধেছিলেন তিনি।

তবে উর্বশী রেড কার্পেটে নামতে হয় আরেক বিপত্তি। পাপারাৎজিরা উর্বশীকে গুলিয়ে ফেলে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। তাকে সেই নামে ডেকেও ফেলেন। তবে উর্বশী তাতে ফিরিয়ে দেন হাসিই। তিনি বোঝেন বিদেশী পাপারাৎজিরা প্রত্যেকের পরিচিতি নিয়ে অবগত নন। তবে এ ভিডিও প্রকাশ্যে আসতে চটেছেন ঐশ্বরিয়ার অনুরাগীরা।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ