কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ অপরাহ্ণ

কুমিল্লার তিতাসে মোস্তফা কামাল মুন্সি নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব বিরোধের জেরে মোস্তফা কামালকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান ওসি।


সম্পাদক ও প্রকাশক : খন্দকার মোস্তাক আহমেদ রয়েল
নির্বাহী সম্পাদক: খন্দকার শহিদুল ইসলাম

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রয়েল করপোরেশন এর একটি প্রতিষ্ঠান।
নিউজ ডেস্ক : +8801911123777
বিজ্ঞাপন : +8801841230482

ই-মেইল: news.deshdeshantor@gmail.com

বাড়ি# ৩৫/১০, রোড# ১১, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭