বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাটল স্পেশাল ট্রেন লাইনচ্যুত
প্রকাশ: রবিবার, ২৫ জুন ২০২৩, ১১:১১ পূর্বাহ্ণ

ময়মনসিংহ রেলস্টেশনের বাঘমারা এলাকায় ঢাকাগামী ক্যাটল স্পেশাল ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১২টার দিকে প্রথম দফায় এবং রোববার (২৫ জুন) সকাল ৮টার দিকে একই ট্রেন দ্বিতীয় দফায় লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ক্যাটল স্পেশাল ট্রেন-২ রওয়ানা দেয়। রাত ১২টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনের বাঘমারা এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে ভোর ৫টার দিকে সেটি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আনা হয়।

এসআই শাহজাহান আরও বলেন, ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিটে আবারও ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু সেই আগের জায়গায় যেতেই ফের লাইনচ্যুত হয়। ট্রেন থেকে গরু নামিয়ে বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ