ক্রিস্টাল মেথ আইসসহ ইয়াবা গডফাদার আটক
|
২১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ইয়াবা গডফাদার বুজরুখকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনগত রাতে কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে দুই সহযোগীসহ তাকে আটক করা হয়। বুধবার (২৬ এপ্রিল) ভোরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ইয়াবা গডফাদার বুজরুখ ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে বিস্তারিত জানানো হবে। বিজিবি জানায়, আইসসহ আটক বুজরুখ ইয়াবা ব্যবসারও গডফাদার হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, মাত্র ১০ গ্রাম আইস ১ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়।
|