খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান আবদুল মজিদ আর নেই
|
ওমর ফারুক, বিশেষ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান লে. কর্নেল (অব.) আবদুল মজিদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার দিবাগত বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর। লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুল মজিদের লাশ দেশে আসবে শুক্রবার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আবদুল মজিদ দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছে। |