রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গণভবনে তামিম
প্রকাশ: শুক্রবার, ০৭ জুলাই ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ণ

বৃহস্পতিবার সন্ধ্যায়ই এমন একটা গুঞ্জন উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। চাউর হয়ে গিয়েছিল যে, তামিম ইকবালকে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সে খবর মিথ্যে নয়। হঠাৎ করে সব ফরম্যাটে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তামিম আজ শুক্রবার পড়ন্ত বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গণভবনে গেছেন। তার সঙ্গে মাশরাফি বিন মুর্তজাও আছেন।

একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাশরাফির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার শিডিউল ছিল। তাতে তামিম সম্পৃক্ত হয়েছেন।

খেলাপ্রেমী ও ক্রীড়াবিদদের মাতৃস্নেহে আগলে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিম ও মাশরাফির সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও গণভবনে ডেকেছেন বলে জানা গেছে।

আশা করা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তামিম তার সিদ্ধান্তও বদলাতে পারেন।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ