চলন্ত লরি থেকে পড়ে যাওয়া কনটেইনার চাপায় নিহত ২
|
চট্টগ্রামে চলন্ত লরি থেকে পড়ে যাওয়া কনটেইনার চাপায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১০ মে) বেলা ১২টায় নগরীর পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পরে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। কনটেইনারটি সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টিল মিল বাজারে আলী প্লাজার সামনে লরি থেকে একটি কনটেইনার পড়ে পাশ দিয়ে যাওয়া একটি রিকশার উপর। এ সময় রিকশায় থাকা দুজন চাপা পড়েন। ফায়ার সর্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সাহায্যে লরিটি সরায়। দুর্ঘটনায় রিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। পতেঙ্গা থানার ওসি জায়েদ নূর বলেন, ‘চলন্ত লরি থেকে কনটেইনার রিকশার উপর পড়ে দুজন ঘটনাস্থলেই মারা যান। নিহত দুজন রিকশার যাত্রী বলে মনে হচ্ছে। এ ঘটনায় একজন আহত আছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।’ ওসি আরও বলেন, ‘দুর্ঘটনার কারণে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। কনটেইনার সরানো হলে যানবাহন চলাচল শুরু হয়।’ |