চসিকের লাইসেন্স পরিদর্শক মো. আরিফ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোটিপতি লাইসেন্স পরিদর্শক মো. আরিফ ও তার স্ত্রী সানজিদা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এ মামলা করেছে সংস্থাটি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে একই কার্যালয়ে মামলা করেন।
মামলায় দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২), ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়। মো. আরিফ লক্ষীপুর জেলার সদর থানার তিতিরকান্দি গ্রামের মো. হোসেনের ছেলে। তিনি চসিকের রাজস্ব বিভাগের সার্কেল-৫ এ লাইসেন্স পরিদর্শক হিসেবে কর্মরত।
মামলার বিষয়টিকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাৎ।
সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চসিকের লাইসেন্স পরিদর্শক মো. আরিফের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২০ সালের ২৯ নভেম্বর তফসিল অনুযায়ী মো. আরিফ ও তার স্ত্রী সানজিদা চৌধুরী দুদকে সম্পদ বিবরণী জমা দেন। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে আরিফ ৬ লাখ ৫৫ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। অন্যদিকে সম্পদ বিবরণীতে দেওয়া তথ্য অনুসন্ধানে দুদক ৭৭ লাখ ৬১ হাজার ৪৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। অন্যদিকে তার স্ত্রীর সম্পদ বিবরণীতে ৫৭ হাজার ৪২০ টাকার তথ্য গোপন এবং ২৩ লাখ ৩০ হাজার ৪২০ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের তথ্য পায় দুদক।




আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক
চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার:সম্পাদক কৃষ্ণ গোপাল 