চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়কে পুলিশ সুপার পদে বদলী
|
মোঃ সফিউল্লাহ সফি, বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়কে এপিবিএন পুলিশ সুপার পদে বদলী করা হয়েছে। ১৩ ই জানুয়ারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখার উপ-সচিব মো: মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলী করা হয়। একই আদেশে মোট ৩১জন পুলিশ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। জানা যায় তিনি ২৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি এর পূর্বে সিলেট জকিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি কলেজ থেকে তিনি ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এমপিএস ( মাস্টার্স ইন পুলিশ সায়েন্স) সম্পাদন করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলা এলাকায় রায় পরিবারে তার জন্ম। বাবা প্রয়াত সমরেন্দ্র রায় ছিলেন স্কুল শিক্ষক। সুদীপ্ত রায় চাকরি জীবনে প্রথমে সিআইডি শাখায় এবং বিভিন্ন সময়ে সিলেট মেট্রো, হবিগঞ্জ এবং জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে তিনি দেশের বাইরেও একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি ২ ছেলে সন্তানের বাবা। স্ত্রী গৃহিনী। |