চাঁদপুরের হাজিগঞ্জে স্বামী-স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
|
মোঃ সফিউল্লাহ সফি, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জে বালুবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে স্বামী স্ত্রীর সহ ৩ জন নিহত হয়েছে। সময় গুরুতর আহত হয় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে স্বামী-স্ত্রী দু’জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলার গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন সবুজ (২০) মোঃ মোজাম্মেল, স্ত্রী পিংকি। স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে আসা বালুবাহী ট্রাক হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে চাকায় পিষ্ট হয়ে সবুজ নামের এক যুবক নিহত হয়েছেন।
পরে চারজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে বালুবাহী ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ ইউএনও তাপস শীল ও হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল পংকজ কুমার দে প্রমুখ।
|