চাঁদপুরের হাজীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ : আটক ৮
|
জসিম রহমান, হাজীগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা বাজারে আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষে আওয়ামী লীগ সভাপতিসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় ৮ জন আটক হয়েছেন। মঙ্গলবার সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি- আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মুন্সী, আওয়ামী লীগ নেতা আহসান হাবীবসহ তিনজন আহত হয়েছে। এ সময় হাজীগঞ্জ থানা পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে বিএনপি কর্মীরা হাজীগঞ্জ- রামগঞ্জ সড়কে অবস্থান নেয়। এ সময় তারা মিছিল করে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিরোধ করতে আসলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও দুপুর অবরোধকারীরা হাজীগঞ্জ কচুয়া সড়কে সুরমা বাস ভাঙচুর করে। পুলিশের তৎপরতায় অবরোধকরীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারপর পরেই হাজীগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজেবির টহল দিতে দেখা গেছে। এদিকে নাশকতা এড়াতে গত ২৪ ঘণ্টায় হাজীগঞ্জে ৮ জনকে বিএনপি নেতাকর্মীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, নাশকতা এড়াতে ৮ বিএনপি নেতাকর্মী কে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন হাজীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আরাদিন লারা, যুবদল নেতা শাহ আলম ও ইমাম হোসেন সহ ৯ জন। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
|