চাঁদপুরের হাজীগঞ্জ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
|
জসিম রহমান, হাজীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী (৩ ও ৪ নভেম্বর) ৩২টি স্কুলের ৮১১ জন শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ও বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সারা দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। আয়োজকরা জানান, হরতাল অবরোধের জন্য আমরা একটু শঙ্কায় ছিলাম শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে। কিন্তু সকল শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা আনন্দিত। বাংলাদেশের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকবৃন্দ। প্রথম দিন গণিত এবং দ্বিতীয় দিন বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন কেজি স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। জানা যায়, এক জেলার পেপার দেখবেন অন্য জেলার শিক্ষকরা। কোনো ধরনের অস্বচ্ছতা থাকবে না এ পরীক্ষায়। প্রকৃত মেধাবীরাই বৃত্তি পেয়ে পুরস্কার অর্জন করবে। বৃত্তি পরীক্ষা একই প্রশ্নে একযোগে সারাদেশে শুরু হবে এবং শেষ হবে। বৃত্তি পরিক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। অভিভাবকদের অভিমত এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাবে। যেসকল কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে সেসকল প্রতিষ্ঠানের নামঃ ১/ রামচন্দ্রপুর আদর্শ কেজি স্কুল ২/ মাদারমাইন্ড স্কুল ৩/ আল কাউসার, নওহাটা ৪/ যুবতারা আদর্শ একাডেমী ৫/ কচিকাঁচা মডেল একাডেমি ৬/ বাকিলা আদর্শ একাডেমী ৭/ প্রত্যাশা আদর্শ ৮/ রমেশপুর মডেল ৯/ অ্যালফাবেট কিন্ডারগাটেন ১০/ গ্রীন বার্ড, নাসির কোট ১১/ ইকরা মডেল একাডেমি, বাকিলা ১২/ বলাখাল ক্যামব্রিয়ান ১৩/ শ্রীপুর চিলড্রেন ১৪/ আল বান্না, রামপুর ১৫/ স্বপ্নচূড়া মডেল একাডেমী ১৬/ অলিপুর আদর্শ একাডেমী ১৭/ আঃ মান্নান মেমোরিয়াল ১৮/ তারাবিয়াতুল উম্মাহ মাদ্রাসা ১৯/ আল ইহসান একাডেমী ২০/ বলাখাল চন্দ্রবান আদর্শ ২১/ দক্ষিণ শ্রীপুর মডেল একাডেমী ২২/ ফুলকলি মর্ডান একাডেমি ২৩/ গ্রামীণ শিশু কিশোর একাডেমী ২৪/ গ্রামীণ ইন্টারন্যাশনাল স্কুল ২৫/ বাকিলা শিশু মেলা ২৬/ সানফ্লাওয়ার একাডেমী ২৭/ নবধারা শিশু নিকেতন ২৮/ ইকরা মডেল একাডেমী, রাজারগাঁও ২৯/ মানারত পাবলিক স্কুল ৩০/ আল আমিন শিশু একাডেমি ৩১/ চাইন্ড কেয়ার মডেল ৩২/ ইউনুস মাস্টার স্কুল। |