শনিবার ০৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে কিশোর-গ্যাং দমনে পুলিশের অভিযান: আল-আমিন স্কুলের সামনে থেকে ১৫ কিশোর আটক

মো,ওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুর শহরে কিশোর অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন- সন্ধ্যায় গোপন সূত্রে খবর পাই, একদল কিশোর শহরের ছায়াবানী ও পার্শ্ববর্তী এলাকায় জড়ো হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল, যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। খবর পেয়ে দ্রুত আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়।

Ad

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন সটকে পড়লেও আল-আমিন স্কুলের সামনে থেকে ১৫ জনকে আটক করা সম্ভব হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতদের অধিকাংশই শহরের বিভিন্ন এলাকার কিশোর, যারা নিয়মিত দলবদ্ধভাবে অবস্থান করে স্থানীয় তরুণ সমাজকে প্রভাবিত করার চেষ্টা করছিল।

এদিকে হঠাৎ করে পুলিশি অভিযান ও কিশোরদের আটক হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিকরা পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “কিশোর গ্যাং দমনে এমন অভিযান নিয়মিত হওয়া জরুরি।”

চাঁদপুরে সাম্প্রতিক সময়ে কিশোরদের দলবদ্ধ আচরণ ও সামাজিক বিশৃঙ্খলা বাড়ায় উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবক ও স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন পয়েন্টে নজরদারি আরও জোরদার করা হবে।