সোমবার ০৩ নভেম্বর ২০২৫ ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে গরুর মাংসের হাড় নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ: আটক-৩

মো,ওমর ফারুক:চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে গরুর মাংসের সঙ্গে অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়াকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৮টার দিকে। ক্রেতা এমদাদ প্রধানীয়া জানান, তিনি স্ত্রী ও স্বজনদের নিয়ে সোহেল নামের এক কসাইয়ের দোকান থেকে ৪ কেজি মাংস কিনতে গেলে কেজি প্রতি ৬৫০ টাকা দরে মূল্য নির্ধারণ হয়। কিন্তু সোহেল গোপনে প্রায় দুই কেজি চর্বি ও হাড় মিশিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে তিনি প্রতিবাদ করলে প্রথমে ধাক্কাধাক্কি, পরে শুরু হয় মারামারি।

Ad

এসময় এমদাদের ছেলে শাহজালাল জুয়েল এগিয়ে আসলে সাগর বকাউল নামে আরেকজন তাকে এলোপাতাড়ি মারধর করে। মুহূর্তেই কয়েকজন কসাই দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আহাদ ও রাহিম হোসেন গুরুতর জখম হন। অভিযোগ রয়েছে, এসময় হামলাকারীরা এমদাদের পরিবারের নারী সদস্যদের ওপর হামলা চালায় এবং এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে আটক সোহেলসহ অপররা দাবি করেন, “মাংসে কিছু হাড় থাকায় তর্ক-বিতর্ক হয়েছিল, তবে আমরা কাউকে মারধর বা নারীদের গায়ে হাত দেইনি, কোনো সোনা-টাকাও নিইনি।”

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, “সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা বলছেন, বাজারে প্রায়ই এভাবে মাংসে অতিরিক্ত হাড় ও চর্বি মিশিয়ে বিক্রি করা হলেও সঠিক নজরদারি না থাকায় ভোক্তারা প্রতারিত হচ্ছেন।