বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা পরিদর্শন করলেন মান্যবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর ২০২৩, ০৭:১৮ অপরাহ্ণ

জসিম রহমান, বিশেষ প্রতিনিধিঃ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ ১০ অক্টোবর ২০২৩ তারিখ চাঁদপুর জেলায় ২য় দিন হিসেবে পরিদর্শন সম্পন্ন করেছেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মো: তোফায়েল ইসলাম মহোদয়। কার্যক্রমের অংশ হিসেবে তিঁনি চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসানের কার্যালয়ে পুন:সজ্জিত জেলা ব্র‍্যান্ডিং মিউজিয়ামের শুভ উদ্বোধন করেন।

এরপরে তিঁনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন আদেশের নথি পর্যালোচনা সাপেক্ষে দিক নির্দেশনা প্রদান করেন। অত্র কার্যালয়ের ভিপি শাখা পরিদর্শনকালে তিনি ক্যাশলেস ভিপি লিজ মানি আদায় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।পরবর্তীতে বিভাগীয় কমিশনার মহোদয় হাজীগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। এসময় তিঁনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাশেদুল ইসলামের কার্যালয় পরিদর্শন করেন এবং সংস্কারকৃত হাজীগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের উদ্বোধন করেন।

অত:পর তিঁনি হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদী হাসান মানিক পরিদর্শন করেন এবং উপজেলা ভূমি অফিস সংলগ্ন নবনির্মিত পার্কের উদ্বোধন করেন। পরবর্তীতে মান্যবর কমিশনার মহোদয় হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে সংস্কারকৃত লাইব্রেরির উদ্বোধন করেন। এছাড়া হাজীগঞ্জ পৌরসভাস্থ জেলা পরিষদ মার্কেট দর্শন করেন।

পরবর্তীতে মান্যবর কমিশনার মহোদয় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০ তম জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট কাপ ২০২৩ এবং আন্ত:উপজেলা প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী দল যথাক্রমে চাঁদপুর সদর এবং ফরিদগঞ্জ ফুটবল দলের হাতে ট্রফি উঠিয়ে দেন।

হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সম্মুখে পার্কের উদ্বোধন করেন কমিশনার তোফায়েল ইসলাম। সাথে ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহোদয় প্রমুখ।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ