চার সচিবের দপ্তর বদল, সচিব হলেন একজন
|
সচিব পদে পদোন্নতি পেয়েছেন প্রশাসনের একজন কর্মকর্তা। এছাড়া চারজন সচিবের দপ্তর বদল করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বগুড়া পল্লি উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। খলিল আহমদকে সচিব পদে পদোন্নতির পর এই পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগমকে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব নিয়োগ দেওয়া হয়েছে। |