সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জয়ের আনন্দের মধ্যে দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ণ

ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজটা দাপুটে জয়ে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে তিনদিনের মধ্যেই তারা ভারতকে হারিয়েছে এক ইনিংস এবং ৩২ রানে।

তবে এই জয়ের আনন্দের মধ্যে দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে। সেঞ্চুরিয়ান টেস্টে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান অধিনায়ক টেম্বা বাভুমা। সেই চোটের কারণে কেপটাউনে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন তিনি।

বাভুমার অনুপস্থিতিতে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন কে? জানা গেছে, দলের সিনিয়র ও অভিজ্ঞ ডিন এলগার সেই দায়িত্ব পেতে চলেছেন।

দেশের জার্সিতে ভারতের বিপক্ষেই শেষ টেস্ট সিরিজ খেলছেন ডিন এলগার। ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই। এবার নিজের ক্যারিয়ারের শেষ টেস্টে তিনিই দলকে নেতৃত্ব দিতে চলেছেন।

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস চলাকালীন সুপারস্পোর্টস পার্কে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান বাভুমা। তার স্ক্যান হওয়ার পর চিকিৎসকরা বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। যার ফলে তিনি আর প্রোটিয়াদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেননি।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ