রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জয় দিয়ে বছর শেষ করতে চাই : সাবিনা খাতুন
প্রকাশ: সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ অপরাহ্ণ

শুক্রবার সিঙ্গাপুরকে হারিয়ে বছরের প্রথম জয়টা পেয়ে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (আজ) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ড্র করলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। তবে ড্র করে নয়, বাংলাদেশ চায় সিঙ্গাপুরকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিততে।

সোমবার বিকেল ৩ টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচটি শুরু হবে বিকেল ৩ টায়।

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ একটু ধোঁয়াশার মধ্যে ছিল। দীর্ঘ ৬ বছর পর দলটির সঙ্গে দেখা হয়েছে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দলটির শক্তি কেমন তা ছিল সাবিনাদের কাছে অজানা। তবে প্রথম ম্যাচ খেলার পর সেই ধোঁয়াশা কেটে গেছে। শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি সিঙ্গাপুরের মেয়েরা। ৩-০ গোলে বাংলাদেশ জিতেছে। জয়টা আরো বেশি গোলেও হতে পারতো।

সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর এ বছর আর কোনো ম্যাচ নেই সাবিনাদের। তাই বছরের শেষ ম্যাচটা তারা জিততে চান। যদিও প্রথম ম্যাচের ফল ৩-০ হওয়ায় আত্মতৃপ্তিতে ডুবে যেতে চান না মেয়েরা। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুর নিশ্চয়ই বাংলাদেশকে সহজে জিততে দিতে চাইবেন না।

গত বছর সাফের আগে মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬-০ গোলে জিতে দ্বিতীয় ম্যাচ ড্র করেছিল গোলশূন্য। ওই ম্যাচ থেকে বাংলাদেশ শিক্ষা নিয়েছে নিশ্চয়ই। কারণ, শক্তিতে এগিয়ে থাকা দলের বিপক্ষে সব ম্যাচ নিজেদের মতো করে নাও হতে পারে।

অধিনায়ক সাবিনা খাতুন দ্বিতীয় ম্যাচের আগে জাগো নিউজকে বলেছেন, ‘আমরা ম্যাচটি জিতে ভালোভাবে সিরিজটা শেষ করতে চাই। আমরা আশাবাদী যে, জয় দিয়েই বছরটা শেষ করতে পারবো। বাকিটা আল্লার ইচ্ছা। আমাদের দলের সবাই ভালো আছেন। কারো কোনো ইনজুরি নেই।’

২০২৩ সালে এটি হবে বাংলাদেশ নারী ফুটবল দলের সপ্তম ম্যাচ। এ বছর বাংলাদেশ এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে জাপান, ভিয়তেনাম নেপালের বিপক্ষে। এশিয়ান গেমসে যাওয়ার আগে ঢাকায় দুটি প্রীতি ম্যাচ খেলেছে নেপালের বিপক্ষে। আর বছরের শেষ প্রান্তে এসে দুই ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে।

 







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ