জাকের পার্টি মালয়েশিয়া শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
|
মালয়েশিয়া প্রতিনিধিঃ জাকের পার্টির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে জাকের পার্টি মালয়েশিয়া শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জহিরুল জিন্নাত এর সভাপতিত্বে, এবং কাজী ফয়সালের সঞ্চালনায় জাকের পার্টি মালয়েশিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে ১লা জানুয়ারি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো: আলি হোসেন, আবুল খায়ের, জাহাঙ্গীর হোসেন, আবুল কাসেম, আবুল মনছুর, অনুষ্ঠানে বক্তারা বলেন, জাকের পার্টি নতুন কোন রাজনৈতিক দল নয়, এটি আনুষ্ঠানিকভাবে ১৯৮৯ সালে আত্মপ্রকাশ করে। এর আগে ১৯৮৭ সালের ১০ সেপ্টেম্বর জাকের সংগঠন নামে যাত্রা শুরু হয়। আটরশির তৎকালীন পীর হাসমত উল্লাহ ১৪ই অক্টোবর ১৯৮৯ সালে রহমতের সময় জাকের পার্টির ফলক উন্মোচন করেন। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী ও পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মোজাদ্দেদী সাহেবের নেতৃত্বে, বাংলাদেশের মুসলমান ও অন্য ধর্মাবলম্বী সহ দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের শেষাংশে মোনাজাতে মুসলিম উম্মাহ ও শান্তি কামি মানবিকতার অক্য ও শান্তি কামনা করা হয়। |