জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু বাসিত দেশে ফিরেছে
|
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া শিশু বাসিত খান মুসা (৭) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ৫ মাস ১২ দিন চিকিৎসার পর বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে দেশে ফিরেছে সে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। মুস্তাফিজুর রহমান ও নিশামনি দম্পতির একমাত্র সন্তান বাসিত খান মুসা। গত বছরের ১৯ জুলাই মেরাদিয়া হাট এলাকায় বাসার নিচে আইসক্রিম কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয় দাদি মায়া ইসলাম ও শিশু মুসা। পরদিন মায়া ইসলাম মারা যান। মুসার মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর, ২৬ আগস্ট তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। পরে সরকারের সিদ্ধান্তে সরকারি-বেসরকারি সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য গত ২২ অক্টোবর সিঙ্গাপুর পাঠানো হয় মুসাকে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঁচ মাস চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফেরে সে। |