বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীতে কারখানায় আগুন
প্রকাশ: রবিবার, ০৭ মে ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার গুদামে আগুন লেগেছে। রবিবার (৭ মে) দুপুর দেড়টার দিকে টঙ্গীর পাগার (পাঠান পাড়া) এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

কারখানা সূত্রে জানা গেছে, দুপুরে কারখানার ভেতরে একটি ভবনের দ্বিতীয় তলায় সুতা ও তুলার মজুত করা গুদামে আগুন লাগে। প্রথমে কারখানার শ্রমিকেরা আগুন নেভাতে শুরু করেন। পরে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থল আসেন। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন। এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট পাঁচটি ইউনিট। তবে অতিরিক্ত ধোঁয়া থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ জানা যায়নি।’







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ