টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও মেয়েসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পাশে সল্লা ইউনিয়নের কামাঙ্খামোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ভূঞাপুর উপজেলার নিকরাইল দাসপাড়া এলাকার সধত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তার মেয়ে শিল্পী রানী (৩০)।
নিহত ব্যক্তিদের স্বজনরা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে তারা জাকাত আনতে যাচ্ছিলেন রেললাইনের পথ ধরে। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন এলে তার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল নিশ্চিত করে জানান, আজ ভোরে চারজন রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একতা একপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়। সবার মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।




আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক
চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার:সম্পাদক কৃষ্ণ গোপাল 