শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার প্রবেশমুখে যানজটে ভোগান্তি
প্রকাশ: বুধবার, ১২ জুলাই ২০২৩, ০৪:৩০ অপরাহ্ণ

ঢাকায় রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে ঢুকতে আমিনবাজারের আগে সাভার এলাকায় বসানো হয়েছে পুলিশি তল্লাশি। আমিনবাজারের আগেই থামিয়ে দেওয়া হচ্ছে দূরপাল্লার বিভিন্ন বাস। পায়ে হেঁটে মানুষকে রাজধানীতে ঢুকতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা বয়স্ক এবং রাজধানীতে চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালের দিকে আসছিলেন তারা পড়েছেন আরও বেশি সংকটে।

বুধবার (১২ জুলাই) রাজধানীর গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে, আমিনবাজার থেকে গাড়ি আসা প্রায় বন্ধ। গণপরিবহন আসা বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাইভেটকার, সিএনজি রাজধানীতে ঢুকতে শুরু করে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই পুলিশি তল্লাশি জোরদার করে পুলিশ।

সাভার থেকে রাজধানীতে আসা সাইদুল বলেন, ‘আমিনবাজারের আগেই বাস ছেড়ে দিতে হয়েছে, এরপর আর বাস আসেনি। এখন হেঁটে হেঁটে এই গাবতলী পর্যন্ত এসেছি। যাবো শ্যামলীতে এক আত্মীয়ের বাসায়। বাকিটা কীভাবে যাবো এখনও বুঝতে পারছি না, সামনে গিয়ে দেখি।’

মানিকগঞ্জ থেকে আসা রকিব বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি সমাবেশ করবে ভালো কথা, এটা নিয়ে তো কিছু বলার নেই। আমাদের মতো জনগণের ভোগান্তি কেন? আমাদের গাড়ি আমিনবাজারের আগে আটকে দেওয়া হয়েছে। এখন হাঁটা ছাড়া আর কোনও গতি নেই।’

গাবতলী বিভাগের ট্রাফিক পুলিশ বলছে, ঢাকা জেলা পুলিশ আমিনবাজারের আগে তল্লাশি বসিয়েছে। সেখানে গাড়িগুলো চেক করা হচ্ছে। কিছুটা যানজট সেখানে রয়েছে। তবে তল্লাশির পর গাড়িগুলো ছাড়া হচ্ছে। আটকে রাখা হচ্ছে– বিষয়টি ঠিক নয়।’

এদিকে, রাজধানীর ভেতরেও গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল কম। গণপরিবহন না থাকার কারণে অনেকেই রিকশা সিএনজিসহ অন্য বাহনে অফিসের দিকে ছুটেন। গণপরিবহনের সংখ্যা কম থাকায় অফিসগামীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। বাড়তি খরচ করে অফিসে যেতে হয় তাদের।

 







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ