রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

তিনি অসুস্থ, জিজ্ঞাসাবাদ শেষে যেন ছেড়ে দেয়: মির্জা ফখরুলের স্ত্রী
প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রোববার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। তিনি আশা প্রকাশ করেন জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাকে ছেড়ে দেবে।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম তার বাসায় সাংবাদিকদের বলেন, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলে, এরপর সিসি ক্যামেরার ফুটেজ হার্ডডিস্ক বাসা থেকে নিয়ে চলে যায়। ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে তাকে আটক করে নিয়ে যায়।

মির্জা ফখরুল খুব অসুস্থ, তার চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। ৭৫ বছর বয়স মানুষটার। আশা করবো, যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ