দক্ষিণ সিটির চিরুনি অভিযান মশা মারতে
|
এডিশ মশা নিয়ন্ত্রণে ৬টি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৩০ মে) দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর ৭, ৪৯, ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৯ এর ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ডে এসব অভিযান চালানো হয়। অভিযানে ১৩ জন করে মশককর্মী সকালে লার্ভিসাইডিং এবং ১৩ জন করে মশককর্মী বিকেলে এডাল্টিসাইডিং কার্যক্রমে অংশ নেন। চিরুনি অভিযানের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ৬টি ওয়ার্ডের মোট ৪০৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। অভিযানে মোট ২২টি বাড়ি ও স্থাপনার ভেতরে ও সীমানার অভ্যন্তরে এডিস মশার লার্ভা পাওয়া যায়। বিশেষ চিরুনি অভিযানকালে এসব বাড়ি ও স্থাপনা এবং সংলগ্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং করা হয়। এসময় অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, সংশ্লিষ্ট কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার (১ জুন) পর্যন্ত এসব ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ২৯ মে পর্যন্ত সারাদেশের মোট ১ হাজার ৮৪৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় আক্রান্ত হয়েছেন ৩২০ জন। শতকরা হিসাবে যা ১৭ দশমিক ৩৬ শতাংশ। |