রবিবার ০৯ নভেম্বর ২০২৫ ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দোকানে বসে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শৈশব কেটেছে পাবনা শহরের অলিগলিতে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, কখনও স্কুল ফাঁকি দিয়ে, অথবা ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গল্প করেও অনেক সময় পার করেছেন তিনি।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ মঙ্গলবার (১৬ মে) প্রথম পাবনায় যান মো. সাহাবুদ্দিন। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েও তিনি ভুলে যাননি বাল্যবন্ধুদের। তাই নিজের জেলায় পৌঁছেই চলে যান শৈশবের স্মৃতি রোমন্থনে।

Ad

নিজের শহরে মিষ্টির দোকানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (ছবি: ফোকাস বাংলা)
ছোটকালের স্মৃতিমাখা লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে বসে মিষ্টি খান রাষ্ট্রপতি। শহরের ভেতরে ব্যস্ততম আব্দুল হামিদ রোডের এই দোকানে সফরসঙ্গী ও ছোটবেলার বন্ধুদেরও মিষ্টি খাওয়ান তিনি। সূত্র: বাসস।