নতুন লুকে উরফি জাভেদ
|
ভারতীয় মিডিয়ায় পোশাক নির্বাচনের রুচির দিক দিয়ে উরফি জাভেদকে টেক্কা দেওয়া আসলেই কঠিন! উরফি যতবারই ক্যামেরার সামনে নতুন কিছু পরে আসেন, ততবারই সে পোশাক দেখে সবার চোখে আগুন লেগে যায়! এবারও টপ ছাড়া স্কার্ট পরে ক্যামেরার সামনে এসে নিজের মতো পোজ দিলেন উরফি জাভেদ। অভিনেত্রীর এ নতুন লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। উরফিকে তার নিজস্ব স্টাইলে সাহসী লুকে দেখা যাচ্ছে। উরফি জাভেদ বেগুনি রঙের কাপড়ের তৈরি এমন একটি পোশাক পরে এসেছেন, যে ভিডিওটি দেখে তার ভক্তরা অবাক হয়েছেন। এ ভিডিওতে দেখা যাচ্ছে, বেগুনি রঙের শর্ট স্কার্ট পরেছেন উরফি। এ স্কার্ট দিয়ে টপের পরিবর্তে কোনোভাবে কাপড়টি এমনভাবে গায়ে মুড়েছেন যা অভিনেত্রীর সামনের দিকের শরীরকে ঢেকে দিয়েছে। উরফি জাভেদের এ পোশাকটি দেখে মনে হচ্ছে, তিনি স্কার্টের উপর কাপড়টি জড়িয়ে একটি ছোট সুতার সাহায্যে পোশাকটি আটকে রেখেছেন। এ পোশাকের বিশেষত্ব হলো পোশাকটি ব্রালেস। উরফি জাভেদ বর্তমানে অভিনয়ের চেয়ে তার ফ্যাশন নিয়েই বেশি সময় পার করছেন। |