বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে হোস্টেলে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের একটি হোস্টেলে আগুন লেগে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন ১১ জন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাজধানীর ওয়েলিংটনে।

একটি সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জানান, এ বিষয়ে আমার কাছে কয়েক ধরনের তথ্য আছে। তবে ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। আমার মনে হচ্ছে সংখ্যাটা আরও বেশি হবে।

ওয়েলিংটনের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট ম্যানেজার নিক পিয়াট বলেন, আগুন লাগার সময় হোস্টেলে অনেকে ছিলেন। খবর পেয়েই মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও অজ্ঞাত কয়েকজন নিখোঁজ রয়েছেন।

পিয়াট আরও বলেন, এটি সবার জন্য দুঃখজনক ঘটনা। অনেক মানুষ মারা যেতে পারেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা।

নিউজ হাবের প্রতিবেদনে জানানো হয়েছে, হোস্টেলের ভেতর কমপক্ষে ১০০ জনের মতো মানুষ ছিলেন। সেখানে অনেকেই শিফটে কাজ করতেন।

কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনও বের করতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা পাইট। সূত্র: সিএনএন

 







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ