শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার: ১২২ পিস ইয়াবা ও পাঁচটি মোবাইল জব্দ
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ

চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুর জেলার ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ মে ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের উঃ কাছিয়াড়া এলাকার কালাম মিজির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম আব্দুর রহমান (২৮)। তিনি ফরিদগঞ্জ উপজেলার উঃ কাছিয়াড়া এলাকার মোঃ লোকমান ও মোসাঃ হারিসা বেগমের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম।
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে উক্ত বাড়ির দোচালা সেমিপাকা ঘরের পূর্ব দিকের একটি এককক্ষবিশিষ্ট বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুর রহমানের দখলে থাকা একটি জিপারযুক্ত পলিপ্যাকে লুকিয়ে রাখা ১২২ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর মোট ওজন ১২ গ্রাম।

এছাড়াও ঘটনাস্থল থেকে পাঁচটি মোবাইল ফোন—একটি VIVO স্মার্টফোন, একটি ITEL টার্চফোন এবং ITEL, MAXIMUM ও GDL নামীয় আরও তিনটি বাটন সেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণি ১০(ক) এবং ধারা ২৬(১) অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম বলেন, “মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

স্থানীয়দের মাঝে অভিযানের খবরে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বেচাকেনার গোপন অভিযোগ ছিল। এ ধরনের অভিযান জনমনে আশার আলো জাগিয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করেন সচেতন মহল।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ