রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বক্স অফিসে ঐশ্বরিয়ার দাপট
প্রকাশ: সোমবার, ০১ মে ২০২৩, ০৭:৫১ অপরাহ্ণ

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় নন্দিনী চরিত্রে দেখা গিয়েছিল। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নির্মাণ করেছিলেন সঞ্জয় লীলা বানশালি।

এতে ঐশ্বরিয়ার বিপরীতে ছিলেন সালমান খান। দীর্ঘ ২৩ বছর পর আবারো নন্দিনী চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়াকে। ভারতের ঐতিহাসিক চোল সাম্রাজ্যের আত্মত্যাগের ঘটনা নিয়ে নির্মাতা মণিরত্নম নির্মাণ করেছেন ‘পোন্নিয়িন সেলভান’। এই সিনেমাতে ঐশ্বরিয়ার চরিত্রের নাম নন্দিনী।

সিনেমাটিতে দুই শক্তিশালী মহিলার চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। ২০২২ সালে ‘পোন্নিয়িন সেলভান ১’ মুক্তি পেয়েছিল। আর সোমবার (২৮ এপ্রিল) মুক্তি পেয়েছে ‘পোন্নিয়িন সেলভান ২’।

সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দাপট দেখিয়েছে। ঐশ্বরিয়া অভিনীত এই সিনেমা প্রথম দিনে ৩৮ কোটি রুপি তুলেছে।

বিশ্ব জুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পোন্নিয়িন সেলভান ১’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল সিনেমাটি। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর রেকর্ডও ভেঙে ফেলবে ‘পোন্নিয়িন সেলভান ২’, এমনই আশা করছেন প্রযোজকের।

‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের উত্থান এবং সিংহাসন দখলের লড়াই ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমার প্রেক্ষাপট।

সিনেমাটিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়াও আরো অভিনয় করেছেন বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ ও আরো অনেকে।

 







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ