বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে আর্টসেল
|
গত মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে আগুন দাগ কেটেছে গোটা দেশের মানুষের মনে। সাড়ে ছয় ঘণ্টার আগুনে সেখানকার হাজার হাজার দোকান পুড়ে ছাই। ছয়টি মার্কেটে আগুন লেগে আট হাজারের বেশি দোকান পুড়ে যায়। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ। এ ছাড়াও দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সেলিব্রেটিরাও বাড়িয়েছে সাহায্যের হাত। জানা গেল বিদ্যানন্দ, ক্ষতিগ্রস্ত দোকানিদের সহায়তা করতে বঙ্গবাজারে পুড়ে যাওয়া কাপড়গুলো বিত্তবানদের কাছে বিক্রি করছে। সেখান থেকে একটি লুঙ্গি কিনেছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আর সেই একটি লুঙ্গির দাম দিয়েছেন ১ লাখ টাকা! অভিনব এই সহযোগিতার পন্থা তৈরি করেছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ। তারা বঙ্গবাজারে পুড়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া কাপড়গুলো কিনে নিচ্ছেন। এরপর সেগুলো সংস্কার করে বিক্রি করবেন মানুষের কাছে। এর মাধ্যমে প্রাপ্ত অর্থগুলো দেওয়া হবে বঙ্গবাজারের দোকানিদের। এবার ২০ হাজার টাকা অনুদান দিয়েছে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট দিয়ে জানিয়েছেন এই তথ্য। অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। |