শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা নববর্ষে বাজারে এলো ‘অপো রেনো১৩ ৫জি’ স্মার্টফোন
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ

বাংলা নববর্ষের উৎসবমুখর পরিবেশে প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশেষ উপহার হিসেবে ‘অপো রেনো১৩ ৫জি’ স্মার্টফোন বাজারে এনেছে অপো বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপো রেনো১৩ ৫জি’ স্মার্টফোনটি সম্পূর্ণরূপে পানিরোধী বা ওয়াটারপ্রুফ, যার রয়েছে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় IP69 রেটিং। এতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা, যার মাধ্যমে পানির নিচেও স্পষ্টভাবে ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব — তাও আবার কোনও প্রোটেক্টিভ কেস ছাড়াই।

এ ফোনের অন্যতম আকর্ষণ ‘এআই লাইভ ফটো’ ফিচার। এই ফিচার শাটার চাপার কিছু সময় আগে ও পরে ছবিকে ধারণ করতে সক্ষম, ফলে তা জীবন্ত ও প্রাণবন্ত শর্ট ক্লিপে রূপ নেয়।

ছবি সম্পাদনার জন্য ফোনটিতে রয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর এআই-পাওয়ারড এডিটিং টুলস।

  • AI Eraser 2.0 দিয়ে সহজেই ছবি থেকে অপ্রয়োজনীয় উপাদান সরানো যায়।
  • AI Reflection Remover-এর মাধ্যমে সূর্যের আলো বা পানির প্রতিফলনের মতো বিরক্তিকর ইফেক্টও মুছে ফেলা সম্ভব।
  • AI Unblur Tool অস্পষ্ট ছবিকে করে তোলে ঝকঝকে।
  • AI Clarity Enhancer নিশ্চিত করে ছবির নিখুঁত ডিটেইলস।

এই সব ফিচার মিলিয়ে ‘অপো রেনো১৩ ৫জি’ ফোনটি ছবি তোলা থেকে শুরু করে সম্পাদনা ও সামাজিক মাধ্যমে শেয়ার করার পুরো প্রক্রিয়াকেই করে তুলেছে আরও সহজ, স্মার্ট ও আনন্দদায়ক।

বর্তমানে বাংলাদেশের অপো’র সকল আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ‘অপো রেনো১৩ ৫জি’ স্মার্টফোনটি। এটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৯,৯৯০ টাকা।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ