বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদল নেতা আটক
|
গাজীপুর মহানগরের টঙ্গীতে পেট্রোল ঢেলে যাত্রীবাহী বাসে আগুন লাগানোর সময় ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নয়নকে (২৩) আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য নেতাকর্মী দৌড়ে পালিয়ে যান। সোমবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। আটক সাইফুল ইসলাম নয়ন টঙ্গীর গাজীপুরা (চন্দ্রিমা) এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যায় চেরাগআলী এলাকায় ছাত্রদলের ১০-১২ জন নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে পেট্রোল দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগানোর চেষ্টা করেন। টঙ্গী পশ্চিম থানার এক দল পুলিশ ওই সড়কে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ দেখে অন্যান্য নেতাকর্মী দৌড়ে পালিয়ে গেলেও ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আটক ছাত্রদল নেতাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে।
|