বিয়ে করেছেন অভিনেতা শামীম হাসান সরকার
|
শামীম হাসান সরকার বলেন, এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রী মিডিয়ার কেউ নন। কিন্তু শামীম হাসানের এবারের বিয়ের ছবি ও পোস্ট ভিন্ন ধারণা দিলো। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। তাতে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’ শুধু তাই নয়, প্রকাশ করা আরও একটি ছবি নিশ্চিত করে শামিমের বিয়ে। সেই ছবিতে দেখা যায়, স্ত্রী ও দুই পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেতা। যদিও স্ত্রীর পরিচয় জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি মিডিয়ার কেউ নন। ইতোমধ্যে শামীম ও তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা অঙ্গনও। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ তাদের বিয়ের ছবি প্রকাশ করে শুভকামনাও জানিয়েছেন। তবে শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে। |