বিশ্ব ইসলামী সম্মেলন ২০২৫ উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট মালয়েশিয়া শাখার উদ্যোগে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত
|
মালয়েশিয়া প্রতিনিধিঃ মঙ্গলবার মালয়েশিয়ার জহুরবারু রাজ্যে জাকের পার্টি ছাত্রফন্ট মালয়েশিয়া শাখার উদ্যোগ বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৫ইং উপলক্ষে, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরোয়ার ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ভিডিও কর্নফার্ন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন জাকের পার্টি ছাত্রফন্টের সভাপতি ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ও জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি।ও মালয়েশিয়া শাখার সহ-সভাপতি জমির হোসেন (জনি) সাধারণ সম্পাদক আবুল মনসুর (পরশ)
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মানব কল্যাণে সত্য ইসলামের গুরত্ব এবং প্রবাসী বাংলাদেশীদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার লক্ষে এবং বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে, ইসলামি মহা সম্মেলন ২০২৫ এ যোগদান করার জন্য সকলকে আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জহিরুল জিন্নাত, কাজী ফয়সাল, আবুল কালাম আজাদ, মো: আলি হোসেন, আবুল খায়ের, জাহাঙ্গীর হোসেন, আবুল কাসেম, আবুল মনছুর,
আলি হোসেন, আবুল খায়ের, জাহাঙ্গীর হোসেন, আবুল কাসেম, আবুল মনছুর প্রমুখ। |