বর্ষায় বাইকে জং ধরা খুবই সাধারণ একটি ঘটনা। অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। সাধের বাইকে জং দেখা মোটেই কোনো সুখকর বিষয় নয়। তাই এ সময় একটু বেশি যত্ন নিতে হবে বাইকের।
বাইকে থাকে একাধিক লোহার পার্টস। তাই জং ধরাটা খুবই স্বাভাবিক। কিন্তু ঠিক মতো যত্ন না করলে এই জং চেপে বসতে পারে বাইকে। এই জং অল্প হোক কিংবা বেশি কয়েকটি টিপস অনুসরণ করলেই মুক্তি পাওয়া যাবে। বাইকের জং রোধ করতে পারবেন কিছু কৌশল অবলম্বন করলেই। জেনে নিন সেসব-
>> বৃষ্টিতে বাইক চালালে, বাড়ি ফিরে খুব ভালোভাবে পানি দিয়ে বাইকটি ধুয়ে শুকিয়ে নিন।
>> খেয়াল রাখুন বাইকের যেসব স্থানে লোহার পার্টস সেগুলো যেন ভালোভাবে শুকিয়ে যায়।
>> ভালোভাবে কাভার করে পার্কিং করুন। চেষ্টা করুন কোনো শেডের নিচে পার্কিং করতে এবং অবশ্যই কাভার ব্যবহার করুন।
>> বাইক লবণজাতীয় পদার্থ, কেমিক্যাল এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন।
>> ওয়াক্স ব্যবহার করতে পারেন। বাইকে জং ধরলে তাতে অনেক কেমিক্যাল জমা হয়, বিশেষ করে বসন্তের শুরুতে। যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। এই কেমিক্যাল পরিষ্কার করার জন্য বাইকটিকে ওয়াক্স করতে পারেন।
>> যত উন্নত মানের পদার্থ দিয়ে বাইক ধোবেন ততই এটি জং থেকে সুরক্ষিত থাকবে। পাশাপাশি পেইন্ট করা পার্টস যেমন ফুয়েল ট্যাংক, ফেন্ডার, সাইড কাভার ইত্যাদি জায়গায় কোট ব্যবহার করতে পারেন।
>> বাইকের সব ধাতব অংশ সুরক্ষিত রাখতে অ্যান্টি-করিশন পণ্য ব্যবহার করতে পারেন।
>> বাইকের চেইন খুব ভালোভাবে পরিষ্কার করুন নিয়মিত। বৃষ্টির পানি, কাদা লেগে থাকলে ভালোভাবে আগে পরিষ্কার করুন। অপরিষ্কার অবস্থায় রাখবেন না, এতে চেইনে জং ধরে যেতে পারে।
>> ব্যাটারি টার্মিনালগুলোতে গ্রীস/পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। এটি বাইকে জং ধরা প্রতিরোধ করতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক
চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার:সম্পাদক কৃষ্ণ গোপাল 