ভারত থেকে কাঁচা মরিচ এলো দেশে, দর ৫০ টাকা
|
দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের বাইরে। এর মধ্যে কয়েক গুণ বেড়েছে কাঁচা মরিচের দাম। সরবরাহ কম ও পরিবহন সংকটের দোহাই দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে ঈদের ছুটি শেষ হলেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হবে বলে জানিয়েছে সরকার। সে মোতাবেক রবিবার (২ জুলাই) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছয় ট্রাক কাঁচা মরিচ প্রবেশ করেছে। ছয় ট্রাকে ৬০ টনের মতো কাঁচা মরিচ রয়েছে বলে জানা গেছে। এই কাঁচা মরিচের প্রতি কেজির দাম পড়ছে ৪৯ থেকে ৫০ টাকা। তবে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের ছুটির পর গতকাল রবিবার (২ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত দেশে ৫৫ টন কাঁচা মরিচ এসেছে। রাতে আরও আসবে। এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন। মন্ত্রণালয় আরও জানায়, ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির বিপরীতে ভারত থেকে দেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ টন পেঁয়াজ। উল্লেখ্য, কোরবানির ঈদের দুই সপ্তাহ আগেও রাজধানীতে কাঁচা মরিচ কেজি বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৪০ টাকা। ঈদের আগে তা বেড়ে দাঁড়ায় ৩০০ থেকে ৪০০ টাকায়। এরপর থেকে দাম আর কমেনি, বরং লাফিয়ে লাফিয়ে বেড়েছে। |