মতলব উত্তরে মসজিদের ইমাম কে কুপিয়ে হত্যার চেষ্টা
|
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মালাইর কান্দি গ্রামে মসজিদের ইমাম কে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে জানা যায় ৫ জুলাই রোজ মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম হাফেজ নাছির পাঠান কে নিজ বাড়িতে ধাড়ালো দেশীয় অস্ত্রের সাহায্যে কুপিয়ে হত্যার চেষ্টা করে একই গ্রামের ফারুক পাঠানের ছেলে স্বাধীন পাঠান। খবর নিয়ে জানা যায় স্বাধীন পাঠান স্হানীয়ভাবে বিভিন্ন মেয়েদের ইফটিজিং করে আসছে এবং এ বিষয়ে মসজিদের ইমাম হাফেজ নাছির পাঠান প্রতিবাদ করলে এ নির্মম ঘটনা ঘটিয়ে সে পালিয়ে যায় । ইফটিজার স্বাধীন পাঠান মাদক চুরি ছিনতাই সহ এমন কোন কাজ নাই যে তার মাধ্যমে হয় না। স্থানীয় এলাকাবাসী তার শাস্তি নিশ্চিত করতে চায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানায়। |