শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র এক ঘন্টায় হাজীগঞ্জে ৪ বছরের বিরোধ নিষ্পত্তি

মো,ওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুর জেলায় যোগদানের পর পরই ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করে চলেছেন সিনিয়র সহকারী জজ মোঃ আবদুল আলীম। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ বহুল আলোচিত ‘QC Tower’-এর মালিকানা ও দখলসংক্রান্ত দীর্ঘ চার বছরের জটিল বিরোধ সরেজমিন উপস্থিত হয়ে মাত্র এক ঘণ্টার মধ্যেই নিষ্পত্তি করেন তিনি।

এটি ছিল চাঁদপুরে সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্বগ্রহণের পর তাঁর পঞ্চম সফল সরেজমিন ADR (Alternative Dispute Resolution) নিষ্পত্তি। সংশ্লিষ্ট পক্ষসমূহের সম্মতিতে নিরপেক্ষ ও বাস্তবমুখী আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ নিষ্পত্তির এ দৃষ্টান্ত নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্থানীয় আইনজীবী ও ব্যবসায়ীরা।

Ad

বিরোধের পেছনের গল্প

হাজীগঞ্জ বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবন QC Tower-এর মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল দাফতরিক ও পারিবারিক বিরোধ। উভয় পক্ষ আদালতে অভিযোগ, পাল্টা অভিযোগ করায় বিষয়টি ক্রমেই জটিল আকার ধারণ করে। এতে ভবনের ভাড়াটিয়ারা পড়েন অনিশ্চয়তায় এবং ব্যবসায়ী কার্যক্রমেও ছন্দপতন ঘটে।

বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আদালতের অনুমোদনক্রমে সিনিয়র সহকারী জজ মোঃ আবদুল আলীম নিজে ঘটনাস্থলে যান এবং উভয় পক্ষের বক্তব্য শোনেন। দলিল, স্বাক্ষ্য এবং সরেজমিন প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তিনি মাত্র এক ঘণ্টার মধ্যেই একটি কার্যকর ও গ্রহণযোগ্য সমঝোতার সিদ্ধান্তে পৌঁছান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, আইনজীবী,সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট পক্ষসমূহ।

বাজার ব্যবসায়ী-এলাকাবাসী প্রতিক্রিয়ায়  বলেন, “সিনিয়র সহকারী জজ সাহেবের এই উদ্যোগ আমাদের জন্য আশার আলো। দীর্ঘদিনের এক জটিল সমস্যা যেভাবে মাত্র এক ঘণ্টায় মীমাংসা হলো, তা সত্যিই প্রশংসনীয়।”

শান্তিপূর্ণ নিষ্পত্তির উদাহরণ:সারাদেশে মামলা জট কমাতে এবং বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি (ADR) একটি কার্যকর ও সময়োপযোগী ব্যবস্থা। সিনিয়র সহকারী জজ মোঃ আবদুল আলীমের এই সফল নিষ্পত্তি সেই ব্যবস্থারই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলো চাঁদপুরে।