রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা, এ বিষয়ে ধারণা নেই: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: সোমবার, ২২ মে ২০২৩, ০৪:১৯ অপরাহ্ণ

বাংলাদেশের ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা, সে বিষয়ে কিছু জানেন না পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২২ মে) প্রধানমন্ত্রীর কাতার সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা নিয়ে একটি সংবাদপত্রে প্রকাশিত খবরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা হবে কিনা এ বিষয়ে আমার কোনও ধারণা নেই। ওরা আমাদের বলে কয়ে কিছু করে না…। তবে এটি নির্ভর করে স্ব স্ব সরকারের ওপর। এটি যদি হয়, তবে বিষয়টি হবে দুঃখজনক। আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। আমরা আশা করি, আমেরিকার শুভ বুদ্ধির উদয় হবে, তারা এসব করবে না।’

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘তারা খুব ইতিবাচক ছিল। এছাড়া সংবাদপত্রের রিপোর্টে এ বিষয়ে কোনও রেফারেন্স দেয়নি।’

সম্প্রতি এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। পত্রিকাটির প্রতিবেদনে ‘একটি মিথ্যা তথ্য’ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে একটি মিথ্যা তথ্য দিয়েছে। এটি আমাদের সরকারের জন্য অপমানজনক। মিথ্যা তথ্যটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মানে আমি, মন্ত্রী হওয়ার আগে চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা, আমি কোনোদিন কোনও চাইনিজ কোম্পানিতে কাজ করিনি। তাদের লবিস্টও না। বরং বলতে পারেন আমি সারাজীবনে আমেরিকায় ছিলাম এবং সেখানে কাজ করেছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জানি না তারা কেন এটি করলো, খুব অদ্ভূত ‘ তারা জেনেশুনেই এই ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ